শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগে চট্টগ্রাম কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার (১ জানুয়ারি) সকাল থেকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাকে বরখাস্ত করার ঘোষণা দেন সিটি করপোরেশনের চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুরুল মোস্তফা টিনু।
ওয়ার্ড কাউন্সিলর নুরুল মোস্তফা টিনু বলেন, ‘ছাত্রীদের দাবি, স্কুলের প্রধান শিক্ষক আলাউদ্দিন কয়েকজন শিক্ষার্থীকে নানাভাবে যৌন নির্যাতন করে আসছিল। এর প্রতিবাদে সকাল থেকে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ করে আসছে শিক্ষার্থীরা। আমি স্কুলে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছি। পাশাপাশি সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তার সঙ্গেও কথা বলেছি। এ ঘটনায় সিটি করপোরেশন থেকে তদন্ত কমিটি গঠন করা হবে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত প্রধান শিক্ষককে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা কর্মকর্তা।’
রবিবার সকাল ৯টা থেকে যৌন নির্যাতনের অভিযোগে কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলের সামনে বিক্ষোভ করে। একপর্যায়ে তাদের সঙ্গে যুক্ত হন অভিভাবকরাও। শিক্ষার্থীরা বিক্ষোভ শুরুর কিছুক্ষণ পর প্রধান শিক্ষক আলাউদ্দিনকে তার অফিস কক্ষে গিয়ে জুতা নিক্ষেপ করে। প্রায় সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত তিন ঘণ্টা প্রধান শিক্ষককে কক্ষে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।