জাতীয়

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার আম উপহার

(Last Updated On: )

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসের কাছে শুভেচ্ছা উপহার হিসেবে শেখ হাসিনার পাঠানো আম হস্তান্তর করা হয়েছে। শনিবার শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার তারেক মো. আরিফুল ইসলাম এই আম হস্তান্তর করেন।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এই উপহারের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

এসময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই উপহার দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে থাকবে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য আম পাঠিয়েছেন। তিনি ভারতের রাষ্ট্রপতি এবং ভারতের বেশ কয়েকজন মুখ্যমন্ত্রীকেও আম পাঠিয়েছেন।