জাতীয়

সড়কে আলু ফেলে গড়াগড়ি কৃষকদের

(Last Updated On: )

রাজশাহীর হিমাগারগুলোতে আলু সংরক্ষণের ভাড়া বাড়ানোয় আজ মহাসড়কে নেমে বিক্ষোভ করেছেন কৃষকরা।  

রোববার (২‌ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এর আগে বিক্ষুব্ধ কৃষকরা রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলা সদর এলাকায় আলু ফেলে দেন। এ সময় অনেকে মহাসড়কেই শুয়ে পড়েন এবং আলুর ওপরই গড়াগড়ি করেন।

বিক্ষুব্ধ কৃষকরা জানান, রাজশাহীর হিমাগারগুলোয় প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য আগে গড়ে ৪ টাকা কেজি ভাড়া দিতে হতো। এবার তা বাড়িয়ে ৮ টাকা করা হয়েছে। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। সংরক্ষণের খরচ প্রায় দ্বিগুণ হওয়ায় অনেক কৃষক তাই এবার আলু সংরক্ষণ করতে পারবেন না। তাই তারা আগের ভাড়াই পুনঃনির্ধারণের দাবি জানান। আলু সংক্ষণের ভাড়া কমানো না হলে আগামীতে কঠোর আন্দোলনের পাশাপাশি মহাসড়ক অবরোধ করা হবে বলেও কৃষকরা হুমকি দেন।

বিক্ষোভ কর্মসূচিতে মোহনপুর ও তানোরসহ পবা উপজেলার সহস্রাধিক কৃষক অংশ নেন।

এর আগে জানুয়ারির প্রথম দিকে তানোর উপজেলার কৃষকরা একই দাবিতে এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।