জাতীয়

স্ত্রীকে খুন করে থানায় খবর দিলেন স্বামী!

(Last Updated On: )

টাঙ্গাইলের ঘাটাইলে পারিবারিক কলহের জেরে স্ত্রী‌কে শ্বাস‌রো‌ধে হত্যার পর স্বামী নি‌জেই পু‌লিশ‌কে খবর দিলেন। প‌রে ঘটনাস্থল থে‌কে স্বামী‌কে আটকসহ মর‌দেহ উদ্ধার ক‌রে পুলিশ। শনিবার (২০ নভম্বর) রাত ১২টার দিকে এমনই ঘটনা ঘ‌টে‌ছে দেওপাড়া ইউনিয়নের ভাবনদত্ত পণ্ডিত কাছড়া গ্রামে।

ওই গৃহবধূর নাম মিনারা আক্তার (২২)। তিনি ওই গ্রা‌মের আমিনুল ইসলামের (২৮) স্ত্রী। আটক আমিনুল ইসলাম উপ‌জেলার ভাবনদত্ত পণ্ডিত কাছড়া গ্রামের শামছুলের ছে‌লে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল ছালাম জানান, দীর্ঘদিন ধরে ওই দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। একপর্যায়ে শনিবার রাতে স্বামী আমিনুল স্ত্রী মিনারা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাহারুল ইসলাম সরকার বলেন, স্ত্রীকে হত্যার পর স্বামী আমিনুল ইসলাম নিজেই থানায় ফোন করে জানান- ‘আমি আমার স্ত্রীকে হত্যা করেছি’। আপনারা এসে আমাকে নিয়ে যান। পরে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক আমিনুলকে আটক করি।

তিনি প্রাথমিকভাবে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।