চট্টগ্রাম

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

(Last Updated On: )

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে মো. আয়াতুল ইসলাম নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার মেখল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। শিশু আয়াতুল ওই এলাকার মুন্সি মিয়া মেম্বার বাড়ির মো. শফির ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য কাজী মো. সেলিম। তিনি বলেন, আয়াতুলের পরিবারের সদস্যরা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু আয়াতুল বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তাকে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে হাটহাজারী সদরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।