অতি বৃষ্টির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল ধরনের ক্লাস ও পরীক্ষা আগামী তিনদিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। তবে বন্ধের এই সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস খোলা থাকবে।
আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখার ডেপুটি রেজিস্ট্রার দিবাকর বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক জনজীবন বিপর্যস্ত হচ্ছে। এমন অবস্থায় শিক্ষার্থীদের সবদিক বিবেচনা করে আগামীকাল মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।
আজ দুপুর আড়াইটায় চবি উপাচার্য শিরীণ আখতার ও সহ উপাচার্য বেনু কুমার দে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্ষদের প্রতিনিধিদের নিয়ে এক সভা করেন। সভা শেষে ক্লাস ও পরীক্ষা বন্ধের এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার আমাদের সময়কে বলেন, ‘ফতেয়াবাদ স্টেশনে ট্রেনের লাইন থেকে প্রায় তিন ফুট উপরে পানি থাকায় ক্যাম্পাস পর্যন্ত ট্রেন আসছে না। জলাবদ্ধতা দূর হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’
পরিবহন দপ্তরের প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দীন বলেন, ‘জলাবদ্ধতার কারণে এসি বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। নন এসি বাসগুলো চলাচল করছে। তবে জলাবদ্ধতার কারণে পৌঁছাতে দেরি হচ্ছে।’