প্রধান পাতা

আদালতে দেলাওয়ার হোসাইন সাঈদী

(Last Updated On: )


জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আদালতে হাজির করা হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে তাকে হাজির করা হয়।

ওই আদালতে আজ আয়কর ফাঁকির মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য রয়েছে। মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীই একমাত্র আসামি।

প্রসঙ্গত, ২০১১ সালের ১৯ আগস্ট ২ কোটি ২৭ লাখ ৪০ হাজার ১২০ টাকা আয় গোপন করে তার ওপর প্রযোজ্য কর ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকা কর ফাঁকির অভিযোগে এনবিআর মামলাটি দায়ের করে। ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর মামলাটি সাঈদীর বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।