ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনা প্রতিরোধী টিকা নিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ‘যেমন ছিলাম তেমনই আছি’।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢামেক হাসপাতালে টিকা নেন প্রতিমন্ত্রী। টিকা নেওয়ার পর তাকে রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে শুভেচ্ছা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
প্রতিমন্ত্রী বলেন, টিকা নেওয়ার আগে যেমন ছিলাম তেমনই আছি, ভালো আছি। টিকা নিয়ে বিরোধীদল ব্যাপক অপপ্রচার চালাচ্ছে। আমি টিকা নিয়ে তাদের অপপ্রচার খণ্ডন করলাম।
এর আগে সকাল পৌনে ১০টার দিকে শুরু হয় টিকাদান কার্যক্রম।