জাতীয়

করোনাভাইরাসে ল্যাবএইড চিকিৎসকের মৃত্যু

(Last Updated On: )
করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন রাজধানীর ল্যাবএইড হাসপাতালের ম্যানেজমেন্ট কমিটির পরিচালক ও চিফ কার্ডিয়াক এনেসথেসিওলজিস্টস মো. মাহবুবুল ইসলাম।

সোমবার ভোরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ল্যাবএইড গ্রুপের জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের এ খোদা বলেন, করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ১০ দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মো. মাহবুবুল ইসলাম।

“তিনি ভালোই ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ ভোরে মারা যান তিনি।”

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী মো. মাহবুবুল ইসলামের বয়স হয়েছিল ৬৫ বছর।