আন্তর্জাতিক

ইসরাইলের নতুন সরকারের মন্ত্রিসভায় পদ পাচ্ছেন যারা


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

ইসরাইলে নেতানিয়াহু যুগের অবসান ঘটল। ১২ বছর পর প্রধানমন্ত্রী পদে নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হয়েছেন উগ্র জাতীয়তাবাদী নেতা নাফতালি বেনেট। রোববার (১৩ জুন) রাতে নতুন জোট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর কট্টর নেতানিয়াহুর বিদায় নিশ্চিত হয়। জোটের সম্মিলিত সিদ্ধান্তে প্রধানমন্ত্রী পদে বেনেট এসেছেন।

এরই মধ্যে মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এক নজরে দেখে নিন নতুন সরকারের সম্ভাব্য মন্ত্রিসভা-

প্রধানমন্ত্রী: নাফতালি বেনেট (ইয়ামিনা পার্টি)

হবু প্রধানমন্ত্রী/পররাষ্ট্রমন্ত্রী: ইয়ার লাপিদ (ইয়েস আতিদ)। জোটের চুক্তি অনুযায়ী প্রথম দুই বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন বেনেট। এরপর দায়িত্ব নেবেন ইয়ার লাপিদ

উপপ্রধানমন্ত্রী/প্রতিরক্ষামন্ত্রী: বেনি গান্টজ (ব্লু অ্যান্ড হোয়াইট)

উপপ্রধানমন্ত্রী/বিচার বিভাগের মন্ত্রী: গিডেওন সার (নিউ হোপ)

অর্থমন্ত্রী: অ্যাভিগডোর লিবারম্যান (ইসরাইল বেইতেনু)

শিক্ষামন্ত্রী: ইফাত শাসা-বিতুন (নিউ হোপ)

স্বরাষ্ট্রমন্ত্রী: আইলেট শাকেদ (ইয়ামিনা পার্টি)

স্বাস্থ্যমন্ত্রী: নিটজান হোরোওইটজ (মেরেটজ পার্টি)

পরিবহনমন্ত্রী: মেরেভ মিখাইল (লেবার পার্টি)

পরিবেশ সুরক্ষামন্ত্রী: তামার জ্যান্ডবার্গ (মেরেটজ পার্টি)

জননিরাপত্তামন্ত্রী: ওমর বার-লেভ (লেবার পার্টি)

যোগাযোগমন্ত্রী: ইয়াজ হেন্ডেল (নিউ হোপ)

শ্রম, সামাজিক পরিষেবা ও সামাজিক বিষয়াদিবিষয়ক মন্ত্রী: মেইর কোহেন (ইয়েস আতিদ)

জ্বালানিমন্ত্রী: করিন এলহরার (ইয়েস আতিদ)

প্রবাসীমন্ত্রী: নাচমন শাই (লেবার)

গোয়েন্দা বিভাগের মন্ত্রী: এলাজার স্টার্ন (ইয়েস আতিদ)

পর্যটনমন্ত্রী: ইউয়েল রাজভোজভ (ইয়েস আতিদ)

ধর্মীয়বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী: মাথান কাহানা (ইয়ামিনা পার্টি)

সংস্কৃতি এবং ক্রীড়ামন্ত্রী: চিলি ট্রুপার (ব্লু অ্যান্ড হোয়াইট)

কৃষিমন্ত্রী: ওদেড ফোরের (ইসরাইল বেইতিনু)

নির্মাণ, নেসেটের সঙ্গে যোগাযোগবিষয়ক মন্ত্রী: জেভ এলকিন (নিউ হোপ)

আঞ্চলিক সহযোগিতা বিষয়কমন্ত্রী: এছাওভি ফ্রেজ (মেরেটজ)

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী: ওরিত ফারকাশ হ্যাকোহেন (ব্লু অ্যান্ড হোয়াইট)

সামাজিক সাম্যতাবিষয়ক মন্ত্রী: মীরাভ কোহেন (ইয়েস আতিদ)

অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী: হামেদ আমার (ইসরাইল বেইতেনু)

নেসেট স্পিকার: মিকি লেভি (ইয়েস আতিদ)

ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান: অ্যালেক্স কুশনির (ইসরাইল বেইতেনু)

পররাষ্ট্র এবং প্রতিরক্ষা কমিটি চেয়ারম্যান: রাম বেন বারাক (ইয়েস আতিদ)

আইন ও সংবিধান কমিটির চেয়ারম্যান: রাব্বি গিলাদ কারিভ (লেবার পার্টি)

আলিয়া ও প্রবাসীবিষয়ক কমিটির চেয়ারম্যান: ইয়ার গোলান (মেরেটজ পার্টি)

এর আগে গত দুই বছরের মধ্যে চারবার নির্বাচন অনুষ্ঠিত হয় ইসরাইলে। এবার যদি নতুন জোট সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতে ব্যর্থ হতো, তবে ফের ভোট আয়োজন করতে হতো। নেসেটে ভোটাভুটিতে মাত্র ১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছে নাফতালি বেনেটের জোট। তার পক্ষে ৬০ ও বিপক্ষে ৫৯ ভোট পড়ে।