খেলা

আইপিএলে দল ঘোষণার সময় বেধে দিলো বিসিসিআই


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলো ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এই পর্বের জন্য ২০ আগস্ট পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিগুলোকে চূড়ান্ত দল ঘোষণার সময় বেধেঁ দেওয়া হয়েছে। কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলোর দাবি, বিদেশি খেলোয়াড়দের নিশ্চিত করতে এই সময় যথেষ্ট নয়। মূলত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আমিরাত পর্বে পেতে অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে কয়েকটি ফ্র্যাঞ্চাইজিতে বেশ কয়েকজন অজি ক্রিকেটার থাকায় বিড়ম্বনায় পড়েছে দলগুলো। কিছু কিছু ক্রিকেটারকে দলে পেতে এখনও কথা চালিয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা ফলে এই সময়ের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করাটা কঠিন হয়ে পড়েছে।

এ প্রসঙ্গে আইপিএলের একজন ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা বলেন, ‘২০ আগস্টের মধ্যে আমাদের ফাইনাল স্কোয়াড ঘোষণা করতে বলা হয়ছে কিন্তু আমরা বিদেশি খেলোয়াড়েদের মধ্যে সবাইকে নিশ্চিত করতে পারিনি। আমরা এখনও কিছু ক্রিকেটারের সাথে কথা বলছি। ভালো খবর হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ আরব আমিরাতেই অনুষ্ঠিত হচ্ছে, যারফলে আমারা আশাবাদী যে, সকল ক্রিকেটারকে পাওয়া যাবে কিন্তু আমরা এখনও কিছু ক্রিকেটারের জন্য অপেক্ষায় আছি।’

সেই ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা আরো বলেন, ‘আনুষ্ঠানিকভাবে সাড়া দিতে বিসিসিআই বিলম্ব করেছে। যা শেষ মুহূর্তে এসে দলগুলোকে বিড়ম্বনায় ফেলেছে। আমরা খবরে দেখেছি খেলোয়াড়দের পাওয়ার ব্যাপারটি কিন্তু বিসিসিআই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে বলেছে আগস্টে। এই কারণেই আমার মনে হয় ২০ তারিখ খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। কিন্তু যদি এটি নিয়ম হয় তাহলে আমরা মেনে চলব।