ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, অবহিতকরণ ও বাস্তবায়নের লক্ষ্যে সেমিনারের আয়োজন করেছে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসন। সোমবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম। সেমিনারে বক্তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে শুধু প্রশাসন কাজ করলে হবে না, সবাইকে সজাগ হতে হবে। কোনো পণ্য কেনার আগে দাম ও তারিখ দেখে কিনতে হবে। কোথাও কোনো ভোক্তা অধিকার ক্ষুন্ন হলে প্রশাসনকে অবহিত করতে হবে। ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের মানসিকতা পরিবর্তন করার পাশাপাশি আমাদের সবার মানসিকতার পরিবর্তন করতে হবে। ভোক্তা যদি সচেতন হন তাহলে এই অধিকার সহজে বাস্তবায়ন হবে। এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, সহকারী কমিশনার (ভুমি) মো. আলাউদ্দিন, পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. প্রতিক সেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশ, উপজেলা (ক্যাব) সভাপতি কাজী ওবাইদুল হক হক্কানি, সাধারণ সম্পাদক আবুল ফজল বাবুল ও খাদ্য উৎপাদনকারি প্রতিষ্ঠান বেকারি মালিক মো. নুরুল করিম নুরু। এছাড়াও সাংবাদিক, থানা প্রশাসন, বিভিন্ন হোটেল, ফার্মেসী, ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
