প্রধান পাতা

খেলাঘর শিশুদের মেধা মননে বিকশিত করার অনন্য পাঠশালা


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

মেধা ও মননের বিকাশের জন্য প্রয়োজন সংষ্কৃতি। সংষ্কৃতি হলো মানুষের জীবনাচার। খেলাঘর শিশুদের মেধা মননে বিকশিত করার অনন্য পাঠশালা।
জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর এর বোয়ালখালী উপজেলার আহলাস্থ শাখা সোপান খেলাঘর আসরের সম্মেলন উদ্বোধনী বক্তব্যে শিশু সাহিত্যিক, সাংবাদিক ইসমাইল জসিম এ কথা বলেন।
আজ ১৮ নভেম্বর ২০২২, শুক্রবার বিকালে আহলা চাইল্ড কেয়ার একাডেমীতে অনুষ্ঠিত সম্মেলনে অতিথি ছিলেন খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক শৈবাল আদিত্য, বোয়ালখালী উপজেলার সভাপতি আবুল ফজল বাবুল।
আসরের সভাপতি মো. জসিম উদ্দিননের সভাপতিত্বে ও খেলাঘর সংগঠক সাজ্জাদ হোসেনের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সভাপতি অধ্যাপক ভগীরথ দাশ,শিক্ষক নেতা আমির হোসেন, দিশারী খেলাঘরের সাধারণ সম্পাদক প্রবীর শীল। সম্মেলনে শোক প্রস্তাব পাঠ করেন সুদর্শন দাশ।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ও খেলাঘর সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোন করেন উদ্বোধক শিশু সাহিতত্যিক সাংবাদিক ইসমাইল জসিম, খেলাঘর পতাকা উত্তোলন করেন সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যন মৌলনা মুজিবুর রহমান ফারুকী ।
সাংগঠনিক অধিবেশনে মো.গোলাম ফারুক মোর্শেদকে সভাপতি ,সুদর্শন দাশকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটিকে শপথ বাক্য পাঠ করান খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারন সম্পাদক শৈবাল আদিত্য। সম্মেলনে আসরের সদস্যদের পরিবেশনায় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।