প্রধান পাতা

বোয়ালখালীতে মানসিক প্রতিবন্ধী নিখোঁজ

(Last Updated On: )

বোয়ালখালীতে জেসিকা আকতার(২২) নামের এক মানসিক প্রতিবন্ধী নিখোঁজ হয়েছে । মঙ্গলবার (১৮ জুন ) প্রতিদিনের মত সকাল সাড়ে নয়টার দিকে ঘর থেকে বের হয়ে জেসিকা আর ঘরে ফিরেনি বলে জানান তার মা আকতার বেগম।

জেসিকা বোয়ালখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডের বহদ্দার পাড়া ইউছুফ তালুকদারের বাড়ীর মৃত আবুল শফির ২য় কন্যা। তার গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক সাড়ে চার ফুট,পরনে লাল সবুজ প্র্রিন্টের থ্রিপিজ ছিল। সে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে।

জেসিকার মা আকতার বেগম জানান, সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে তার সন্ধান পাওয়া যায়নি। সে ফুলতল , সিও অফিস, কানুনগোপাড়া, বুড়া মসজিদ সহ বোয়ালখালীর বিভিন্ন এলাকায় ঘুরাঘুরি করত। কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে ০১৮১৬-৪৪৫৬১২,০১৮৬৬-০২৯৮৯৬, ০১৮১৩-৭০৫৬২১ নাম্বারে জানাতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।