চট্টগ্রাম

কালুরঘাটে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল গার্মেন্টস কর্মীর

(Last Updated On: )

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে একটি শিল্প প্রতিষ্ঠানের কাভার্ডভ্যানের ধাক্কায় পারভীন বেগম (৩৫) নামের এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। শনিবার (১০ এপ্রিল) রাত ১১টায় কালুরঘাটের বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পারভীন বেগম কুমিল্লা জেলার লাকসামের মো. দুলাল মিয়ার স্ত্রী। তবে তিনি স্বামী ও দুই ছেলে-মেয়ে নিয়ে ভাড়া থাকতেন বিসিক শিল্প নগরীর কালাম বেল্ডিং এ। তিনি নাফিসা ফ্যাশন লিমিটেড নামের একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন চান্দগাঁও থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজেশ বড়ুয়া। তিনি বলেন, গার্মেন্টসে ওভারটাইম (অতিরিক্ত কাজ) শেষে রাত সাড়ে ১১টায় বাসায় ফেরার পথে বিসিক শিল্প নগরী এলাকায় একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দেয় পারভীন বেগমকে। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় তার।
তিনি আরও বলেন, এ ঘটনায় কাভার্ডভ্যান চালক ও হেল্পারকে আটক করেছে পুলিশ।