প্রধান পাতা

ঘুষ নেয়ার সময় দুদকের হাতে ধরা খেলেন ভূমি কর্মকর্তা


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

ঠাকুরগাঁওয়ের ভূমি সেবা দেওয়ার বিপরীতে সরকারের নির্ধারিত ফি বাদ দিয়ে অতিরিক্ত টাকা ঘুষ গ্রহণের সময় দুদকের হাতে ধরা খেলেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে।

ছদ্মবেশে দুদকের কর্মকর্তাদের সামনে সেবা গ্রহণকারীদের নিকট থেকে টাকা নিচ্ছিলেন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম। এসময় তাকে আটক করে দুদক।

দুদকের কর্মকর্তারা জানান, ২০২০ সালে দুদকের হটলাইন নম্বরে কিছু অভিযোগ করে ওই ইউনিয়নের সেবা গ্রহণকারী কয়েকজন কৃষক। তদন্ত করতে এসে প্রমাণ পায় এবং টাকা লেনদেনের সময় হাতে নাতে আটক করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের নিকট আমরা প্রয়োজনীয় প্রমাণসহ সবকিছু হস্তান্তর করবো, তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফসার যোবায়ের হোসেন জানান, দুদকের কর্মকর্তাগণ অভিযান শেষে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে আমার জিম্মায় জমা দিয়েছেন। আমরা অপরাধ পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।