জাতীয়

চট্টগ্রামে করোনা: মৃত্যু নেমেছে শুন্যের কোটায়

(Last Updated On: ফেব্রুয়ারি ২৩, ২০২১)

চট্টগ্রামে চলমান করোনার টিকা কার্যক্রমে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ২০ হাজার ৬০৬ জন। তবে করোনায় আক্রান্তের সংখ্যাও বাড়ছে প্রতিদিন। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন শনাক্ত ৫৭ জন। যার মধ্যে আবার ৫৫ জনই নগরের। অন্যান্য দিনের মতো এদিন কেউ মারা যাননি।

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ৫টি ল্যাবে এক হাজার ৪৭৩টি নমুনা পরীক্ষা করা হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৯১৭টি নমুনা পরীক্ষায় ২৪ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪২৫টি নমুনা পরীক্ষায় ২২ জনের দেহে করোনাভাইরাস পাওয়া যায়।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩টি নমুনা পরীক্ষায় কোনো করোনা রোগী পাওয়া যায়নি।

এছাড়া বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১১৯টি নমুনা পরীক্ষায় ৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৯টি নমুনা পরীক্ষা করে ৩ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।

নতুন আক্রান্তের মধ্যে নগরের ৫৫ জন এবং উপজেলার ২ জন।