প্রধান পাতা

ছাগলের গর্ভে মহিষের বাচ্চা!

(Last Updated On: )

ঈশ্বরদীতে ছাগলের গর্ভে মহিষের বাচ্চা প্রসবের খবর পাওয়া গেছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঈশ্বরদীর জয়নগরে ওয়াবদা গেটের সামনে বুলবুল ডাক্তারের বাড়িতে বিরল এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ছাগলের গর্ভ থেকে ৩টি মহিষের বাচ্ছা জন্ম নিয়েছে, এমন খবরে এলাকায় আলোড়ন সৃষ্টি। এমন দুর্লভ দৃশ্য এক নজর দেখতে লোকজন ভীড় জমাচ্ছে বুলবুল ডাক্তারের বাড়ি। ডাক্তারের এক প্রতিবেশী মঞ্জুরুল আলম জানান, বাচ্চাগুলো দেখতে মহিষের বাচ্চার মতোই!

সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাগলের প্রসবকৃত বাচ্চাগুলোর মুখ ও পা মহিষের আকৃতির। তবে সেগুলো আকৃতিতে ছোট। দেখতে অবিকল মহিষের মতো। বাচ্চাগুলো জীবিত থাকলেও শারীরিকভাবে দুর্বল। এগুলো মহিষের বাচ্চা কি-না তা নিশ্চিত হতে আরও অপেক্ষা করতে হবে।