খেলা

টানা ১০ ম্যাচ অপরাজিত রইলো বার্সা

(Last Updated On: )

অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ২-১ গোলে দাপুটে জয়ের দেখা পেলো বার্সেলোনা। লা লিগায় এ নিয়ে টানা ১০ ম্যাচ অপরাজিত রইলো তারা, জিতলো টানা পাঁচটি।

রোববার (৩১ জানুয়ারি) ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে খেলতে নেমে এ জয়ে রিয়াল মাদ্রিদকে হটিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এলো বার্সা।

এদিন ম্যাচের ২০তম মিনিটে মেসির দুর্দান্ত ফ্রি-কিক থেকে লিড নেয় কাতালানরা। বার্সার জার্সিতে আর্জেন্টাইন ফরোয়ার্ডের এটি ৬৫০তম গোল। তবে বিরতির পর জর্দি আলবার আত্মঘাতী গোলে সমতা পায় বিলবাও। কিন্তু খেলার ৭৪তম মিনিটে গ্রিজম্যান গোল করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন।

লিগে ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এলো বার্সা। সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও গোল ব্যাবধানে পিছিয়ে তিনে নেমে গেছে রিয়াল। আর এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেটিকো মার্দ্রিদ।