খেলা

পাকিস্তান সিরিজেও অনিশ্চিত সাকিব


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন সাকিব আল হাসান। যে কারণে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। ইনজুরি থেকে সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে তার। যার কারণে ঘরের মাঠে আসন্ন পাকিস্তান সিরিজে দলে নাও থাকতে পারেন তিনি।

শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন সাকিবকে ফিট হতে ২-৩ সপ্তাহ সময় লাগবে।

গত শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে হ্যামিস্ট্রিংয়ের চোটে পড়েন সাকিব। এরপর বোলিং করতে এসেও বার বার অস্বস্তিতে ভুগছিলেন তিনি। ব্যাটিংয়েও করেন ওপেনিং। এরপর তাকে তিনদিনের পর্যবেক্ষণে রেখেছিল বিসিবির মেডিকেল দল। শেষ পর্যন্ত ইনজুরি থেকে সেরে না উঠায় বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনি। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে দল ভালো না করলেও ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন সাকিব। ব্যাট হাতে ৬ ম্যাচে ২১.৮৩ গড়ে ১৩১ রান করেছেন তিনি। বল হাতে ছিলেন আরও দুর্দান্ত। ৬ ম্যাচ খেলা বাঁহাতি এই স্পিনার নিয়েছেন ১১ উইকেট। এবারের আসরে জয় পাওয়া দুই ম্যাচেই সেরা খেলোয়াড় হয়েছেন তিনি।