২৩১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুভ সূচনা করেছে ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। ১০ ওভারে দু’জনের ব্যাটে বাংলাদেশের সংগ্রহ ৪৫ রান। দুই ওপেনারই ৩০টি বল মোকাবেলা করেছেন। এর মধ্যে তামিমের সংগ্রহ ৩২, সৌম্যর ৩০।
এর আগে মাত্র ১১৭ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসের ১১৩ রানের লিডসহ তাদের পুঁজি ২৩০ রান।