খেলা

বৃষ্টির বাধার পর আবার খেলা শুরু


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

হ্যামিল্টনের ভুলগুলো শুধরে নেপিয়ারে টাইগারদের গর্জন শোনার অপেক্ষায় দেশের ক্রিকেটপ্রেমীরা। বাংলাদেশ সময় মঙ্গলবার (৩০ মার্চ) দুপুর ১২টায় নেপিয়ারের ম্যাকলিন পার্কে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হয়। এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।

টসের সময় আকাশে মেঘ দেখা গিয়েছিল। ১২ ওভার ২ বল খেলার পরেই নেপিয়ারে নামে বেরসিক বৃষ্টি। এরপরেই মাঠ ছেড়ে উঠে যান ক্রিকেটাররা। প্রায় ১৫ মিনিটের মতো খেলা বন্ধ থাকার পর আবার খেলা শুরু হয়।

এর আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল ও ফিন অ্যালেন। প্রথম তিন ওভারেই তুলে নেন ২০ রান। ইনিংসের চতুর্থ ওভারে বোলিং করতে এসে প্রথম বলেই ৬ হজম করেন তাসকিন।

এর পরের বলে অ্যালেনের সহজ ক্যাচ মিস করেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাঝে গাপটিলের কাছে আরেকটি ছয় হজম করলেও শেষ বলে অ্যালেনকে ফেরান এই ডানহাতি পেসার। স্কয়ার লেগে এবার মোহাম্মদ নাঈমের দারুণ ক্যাচে ১৭ রান করেই মাঠ ছাড়তে হয় অ্যালেনকে।

বাংলাদেশ একাদশ:

লিটন কুমার দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, সাইফ উদ্দিন, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ:

টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), অ্যাডাম মিলনে, মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, হ্যামিশ বেনেট, মার্ক চ্যাপম্যান, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি ও উইল ইয়ং।