পুরো ইউরোপজুড়ে চলছে শীতকালীন আবহাওয়া। কোনো কোনো দেশে তো বিগত দিনের শীতের রেকর্ড ভেঙে গেছে।প্রচণ্ড ঠান্ডার কারণে তুরস্কে তুষারপাত চলছে। ভয়ংকর তুষারপাতের কারণে অনেক প্রতিষ্ঠান বন্ধ থাকলেও দেশটির ফুটবল লিগ চলছে দিব্যি।
এমনই সময় তুরস্কের সুপার লিগে ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্তাম্বুল বাসাকসেহির ও সিভাসপোর। তবে ঘন তুষারপাতের কারণে পুরো মাঠই যেন সাদা চাদরে ঢাকা ছিল। সেইসঙ্গে সিভাসপোরের ফুটবলাররা পরেছিল সাদা জার্সি, সাদা শর্টস ও সাদা মোজা। যার ফলে দলটিকে টিভির পর্দায় এমনকি প্রতিপক্ষের চোখেও অদৃশ্য দেখাচ্ছিল।
অন্যদিকে সাধারণত তুষারপাতের কারণে সাদা বলের পরিবর্তে কমলা রঙের বল দিয়ে খেলা হয়। এদিনও হলো তাই। তবে মজার ব্যাপার ম্যাচের আরেক দল ইস্তাম্বুল বাসাকসেহির বলের সঙ্গে মিল রেখে নিজেরা কমলা রঙের জার্সি পরিধান করেছে।
শনিবারের ম্যাচটিতে অবশ্য কোনো দলই রঙ কাজে লাগিয়ে জয় তুলে নিতে পারেনি। নির্ধারিত সময় শেষে ১-১ গোলে ড্র হয়।