বোয়ালখালীতে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী মো.নাজিম উদ্দিন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ শুক্রবার (৫ ফেব্রুয়ারি) তাকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম।
তিনি বলেন, এন আই এ্যাক্ট ১৩৮ এ দায়েরকৃত মামলা দায়রা ৩০০০/১৮, সিআর ৪৩১/১৫ এ মো. নাজিম উদ্দিনকে এক বছরের সাজা দিয়েছে আদালত। রায় ঘোষণার পর থেকে সে পলাতক ছিলো।
নাজিম উপজেলার কানুনগোপাড়া আশরাফুজ্জামান বাড়ীর মৃত মোহাম্মদ আলীর ছেলে।