জাতীয়

রাজধানীতে শীত বাড়ার সম্ভাবনা

(Last Updated On: )

রাজধানীতে শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (৯ জানুয়ারি) সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা আগের দিনের চেয়ে কমতে পারে। এতে এসব এলাকায় শীতের প্রকোপ বাড়তে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পশ্চিম/দক্ষিণ-পশ্চিমদিক থেকে ৬-১২ কিলোমিটার ঘণ্টা বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এতে আরো বলা হয়, শনিবার সকাল ৬ টায় তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৯০ শতাংশ ছিল। শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে। রোববার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে। এছাড়া গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।