বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১ লাখ ৭১ হাজার ইয়াবাসহ এক স্কুল দপ্তরিকে আটক করা হয়েছে। পাশাপাশি সে সোনাইছড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন বলেও জানা যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ১৩ লাখ টাকা।
শুক্রবার (২০ আগস্ট) রাত ৮ টায় সোনাইছড়ি ইউনিয়নের মারেগ্যা পাড়া এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ি।
সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের আটক দপ্তরি উছা হ্লা মার্মা ওরফে পিন্টু সোনাইছড়ির মারোগ্যা পাড়ার মৃত ক্যছ চিং মারমার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন। পূর্বকোণকে তিনি বলেন, অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এসময় উদ্ধার করা হয় ১ লাখ ৭১ হাজার ইয়াবা। যার বাজারমূল্য ৫ কোটি ১৩ লাখ টাকা।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।