জাতীয়

অপপ্রচারকারীরা বলবে, ‘জনগণকে রেখেই মন্ত্রীরা ভ্যাকসিন নিলো’: খাদ্যমন্ত্রী


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

‘জনগণকে ভ্যাকসিন সম্পর্কে অভয় দেয়ার জন্য আমরা মন্ত্রীরা আগেই ভ্যাকসিন গ্রহণ করলাম। এরপরও অপপ্রচারকারীরা বলবে, মন্ত্রীরা ভ্যাকসিন নিলো জনগণকে রেখেই।’

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ গ্রহণ শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন। টিকা গ্রহণ শেষে তিনি কিছু সময় অপেক্ষা করেন।

এরপর সাধন চন্দ্র মজুমদার বলেন, আমি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছি। কোনো সমস্যা অনুভব করছি না।

তিনি বলেন, দেশবিরোধী একটি চক্র দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। যখন ভ্যাকসিন নিয়ে ভারতের সঙ্গে চুক্তি হয় তখন তারা বলেছিলো ভ্যাকসিন এ দেশে আসবে না। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ভ্যাকসিন দেশে এসে পৌঁছেছে। এখন তারা ভ্যাকসিন নিয়ে নেতিবাচক অপপ্রচার চালিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।

এ সময় করোনা ভ্যাকসিন নিয়ে নেতিবাচক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান খাদ্যমন্ত্রী।

তিনি বলেন, এখনো পৃথিবীর অনেক দেশ করোনা ভ্যাকসিন নিতে পারেনি। বাংলাদেশ দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন আনতে সক্ষম হয়েছে। করোনা মহামারিতে দেশের মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।