খেলা

অবশেষে চাকরি হারালেন বার্সা কোচ কোম্যান


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

বাজে পারফরম্যান্সের কারণে অনেক আগেই চাকরিটা ঝুলে গিয়েছিল কোচ রোনাল্ড কোম্যানের। এবার আর শেষ রক্ষা হলো না। স্প্যানিশ লিগে রায়ো ভায়েকানোর বিপক্ষে ১-০ গোলে হারের পর চাকরিটাই হারালেন এ ডাচ কোচ। বার্সেলোনা কর্তৃপক্ষ কোম্যানের বরখাস্তের খবর নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৪টায় বার্সেলোনার টুইটার অ্যাকাউন্টে লেখা ভেসে উঠল— ‘মূল দলের কোচের দায়িত্ব থেকে রোনাল্ড কোম্যানকে মুক্তি দিয়েছে বার্সেলোনা।’

কোম্যানের অধীনে বেশ কিছু দিন ধরে ব্যর্থ সময় পার করছিল বার্সা। এবারের চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচে বার্সার অর্জন ৩ পয়েন্ট। আর লিগে ১০ ম্যাচে অর্জন মাত্র ১৫ পয়েন্ট!

কাতালান ক্লাবের এই ম্লান পারফরম্যান্সের পর কোচ কোম্যানের ওপর আর আস্থা রাখতে পারেননি কর্মকর্তারা। বুধবার দুর্বল দল রায়ো ভায়োকানোর কাছেও ১-০ গোলে হেরে বসে বার্সেলোনা। এর পরই কোচ হিসেবে কোম্যানের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন ওঠে।

কোম্যানকে অব্যাহতি দিয়ে বৃহস্পতিবার বার্সার ওয়েবসাইটে এক বিবৃতি দেওয়া হয়েছে— ‘মূল দলের কোচের দায়িত্ব থেকে রোনাল্ড কোম্যানকে মুক্তি দিয়েছে বার্সেলোনা। রায়ো ভায়োকানোর কাছে হারের পর ক্লাবের সভাপতি হোয়ান লাপোর্তা তাকে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। সিউতাত এস্পোর্তিভায় বৃহস্পতিবার দলের খেলোয়াড়দের বিদায় বলবেন রোনাল্ড কোম্যান। ক্লাবকে সেবা দেওয়ার জন্য বার্সেলোনা তাকে ধন্যবাদ দিতে চায় এবং তার পেশাদার ক্যারিয়ারের জন্য শুভকামনা জানাচ্ছে।’

কোম্যানের অধীনে বার্সেলোনা ৬৭ ম্যাচ খেলেছে। এতে ৩৯টি জয়, ১২টি ড্র রয়েছে। ১৬টি ম্যাচে হেরেছে বার্সা। গত মৌসুমে কোম্যানের অধীনে কোপা দেল রে জিতেছে বার্সেলোনা। কিন্তু এই মৌসুমে বার্সার অবস্থা শোচনীয়। ১৩ ম্যাটে জয় ৫টিতে। হেরেছেও ৫টিতে। যে কারণে চাকরিচ্যুত হলেন এই ডাচ কোচ। তথ্যসূত্র : এফসি বার্সেলোনা