জাতীয়

অবশেষে সেচের দাবিতে মানবন্ধনকারী কৃষকদের মুখে হাসি


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

ময়মনসিংহের গফরগাঁওয়ে সেচের দাবিতে কৃষকদের মানববন্ধনের সংবাদটি (২৯ জানুয়ারি) শুক্রবার তরুণ প্রজন্মের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টালসহ একাধিক গণমাধ্যমে প্রচার হলে কর্তৃপক্ষের নজরে আসে। অবশেষে সেচের দাবিতে মানবন্ধনকারী কৃষকদের মুখে হাঁসি ফুটলো। ইউপি চেয়ারম্যানের দ্রুত পদক্ষেপে দীঘা মধ্যপাড়া ৫ কিউসেক সেচ স্কীমের ছাড়পত্র দেয়া হয়।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ইউপি চেয়ারম্যান শাহবুল আলম সেচটি চালু করে। চলতি বোরো মৌসুমে কৃষকদের নিরবিছিন্ন সেচ পানি দেয়া হবে বলে জানিয়েছে পাম্প কর্তৃপক্ষ।

ইউপি চেয়ারম্যান শাহবুল আলম জানান, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। সরকার কৃষিতে ভর্তূকি সহ নানা উদ্যোগ নিয়েছে। আমাদের জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল কৃষকদের এই সাময়িক দুর্ভোগ নিরসন করতে আমাকে নির্দেশ দেন। প্রায় দুইশতাধিক কৃষক সেচ অনিশ্চয়তায় ছিলো। তাদের অভ্যন্তরীণ কিছু সমস্যা ছিলো। আমি সকলকে নিয়ে বসে বিষয়টি সমাধান করি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করে ৫ কিউসেক সেচ স্কীমের ছাড়পত্র নিয়ে আসি। বিদ্যুৎ সংযোগ দেয়ার পর বিধি বাম। দুই দুইটা ট্রান্সফর্মার নষ্ট হয়ে যায়। পরবর্তীতে সেচের মালিকের সহায়তায় গতরাতে বিদ্যুৎতের সংযোগ পুনরায় দেয়া হয়। আজ থেকে নিরবিছিন্ন ভাবে বোরো মৌসুমে কৃষকদের সেচের পানি দেয়া হবে।

বিএডিসি গফরগাঁওয়ের উপসহকারি প্রকৌশলী তানভীর হাসান বলেন, ছাড়পত্র দেয়া চলমান আছে। এখনো যারা আবেদন করছে তাদের আগামী সপ্তাহের মধ্যে ছাড়পত্র দেয়া হবে।

উপজেলা সেচ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, যাদের আবেদন সেচ কমিটিতে এসেছে তারাই অনুমোদন পেয়েছে। বোরো মৌসুমে কৃষকরা সেচের পানি পাচ্ছে।