বিনোদন

অসুস্থতা কাটিয়ে কাজে ফিরছেন রিংকু


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

বাউল, মরমি ও সুফি ঘরানার গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন ক্লোজআপ ওয়ান তারকা মশিউর রহমান রিংকু। গত বছর শেষ দিকে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন এই তারকা। ভর্তি ছিলেন ইউনাইটেড হাসপাতালে। মাঝে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন তিনি। এখনো চিকিৎসকের পরামর্শে আছেন এই গায়ক। তবে রিংকু ভক্তদের জন্য সুখবর, আবারও গানে ফিরছেন এই সংগীত তারকা।

দৈনিক আমাদের সময় অনলাইনকে রিংকু বলেন, ‘এখন শরীরটা আগের তুলনায় অনেক ভালো। আপাতত গ্রামে আছি। কয়েকদিনের মধ্যে ঢাকা ফিরবো। হাতে বেশ কিছু নতুন গানের কাজ আছে। দু’এক দিনের মধ্যেই সেগুলোর রেকর্ডিংয়ের তারিখ চূড়ান্ত করবো। আশা করি, খুব শিগগিরই ভক্ত-শ্রোতাদের নতুন গান উপহার দিতে পারবো।’

এদিকে, গত বৃহস্পতিবার জি সিরিজের ব্যানারে প্রকাশ হয়েছে রিংকুর নতুন গান ‘মাটির ব্যাংক’। জলিল মাহমুদের কথা ও সুরে এর সংগীত করেছেন মোশাররফ হোসেন সেতু। এর আগে, রিংকুর সবশেষ গান প্রকাশ হয় ২০১৯’র মার্চে। এর শিরোনাম ‘জিকির’। শামছ আরেফিনের কথায় গানটির সুর করেছেন হাবিব মোস্তফা এবং সংগীতে ছিলেন অণু মোস্তাফিজ।

উল্লেখ্য, রিংকুর সংগীতাঙ্গনে পথচলা ২০০৫ আয়োজিত ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার মাধ্যমে। এরপর থেকে নিজেকে গানের ভুবনেই ধরে রেখেছেন। তার গানের ভক্ত একটি প্রজন্মই নয়, সব ধরনের শ্রোতাদের কাছে সমান জনপ্রিয় রিংকু