জাতীয়

আওয়ামী লীগের সম্মেলন ২৪ ডিসেম্বর


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আজ  শুক্রবার বিকেলে গণভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে গণভবনের গেটে করা ব্রিফিংয়ে এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে একদিনেই এবারের সম্মেলন শেষ হবে। সাধারণত আওয়ামী লীগের সম্মেলন দুদিনব্যাপী হয়ে থাকলেও এবার একদিনেই শেষ হবে।’

সম্মেলনের অনুষ্ঠানসূচির ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, ওই দিন সকালে উদ্বোধনী অধিবেশন দিয়ে সম্মেলন শুরু হবে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সম্মেলনে সভাপতিত্ব করবেন। দুপুরে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে সম্মেলন।

তার আগে বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের নির্দেশ দেন তিনি।

এবারে সম্মেলনের আয়োজন সাদামাটা হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বর্তমান বৈশ্বিক সংকটের কারণে ২২তম জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিকতায় ব্যয় কমাতে হবে। খরচ কমানোর জন্য আয়োজন হবে সাদামাটা।’

আজ বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হয়। বিকেল ৪টার আগেই আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্যরা গণভবনে উপস্থিত হন।