আন্তর্জাতিক

আজান-ইকামত ছাড়া সৌদিতে মাইক নিষিদ্ধ


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

আজান ও ইকামত ছাড়া মসজিদে মাইক ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে সৌদি সরকার। এই নির্দেশ দিয়েছে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী আবদুল লতিফ আল শেখ এ সংক্রান্ত এ বিজ্ঞপ্তি জারি করেছেন বলে খবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ। 

বিজ্ঞপ্তিতে সৌদি আরবের সব মসজিদে শুধু আজান ও ইকামতের সময় লাউড স্পিকারের ব্যবহার সীমাবদ্ধ রাখতে এবং এর আওয়াজ এক তৃতীয়াংশে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। পবিত্র ধর্ম ইসলামের নিয়ম অনুযায়ী আজানকে নামাজের জন্য প্রথম আহ্বান এবং ইকামতকে দ্বিতীয় আহ্বান হিসেবে বিবেচনা করা হয়। ইকামত দ্বারা বোঝানো হয়- ইমাম কিবলামুখী হয়ে নামাজের প্রস্তুতি শুরু করেছেন।

সরকারি বিজ্ঞপ্তিতে একটি হাদিসের বরাত দেওয়া হয়েছে। ওই হাদিসে বলা হয়েছে, ‘তোমাদের প্রত্যেকে নিঃশব্দে তার পালনকর্তাকে ডাকছে। পরস্পরকে কষ্ট দেওয়া উচিত নয় এবং কারও তেলাওয়াত বা প্রার্থনার সময় অন্যদের জোরালো আওয়াজ করা উচিত নয়।’

নতুন এই সিদ্ধান্তের পক্ষে শেখ মোহাম্মদ বিন সালেহ আল ওথামীন ও সালেহ আল ফাওযানের মতো প্রখ্যাত ইসলামিক স্কলারদের ফতোয়াকে ভিত্তি হিসেবে দেখানো হয়েছে। সেখানেও মসজিদে লাউডস্পিকার কেবল আজান ও ইকামতের জন্য ব্যবহারের কথা বলা হয়েছে।