বিনোদন

আজ ক্যাট-ভিকির গায়েহলুদ

(Last Updated On: )

আগামীকাল বৃহস্পতিবার বিয়ের পিঁড়িতে বসবেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।

আজ বুধবার (৮ ডিসেম্বর) গায়েহলুদের অনুষ্ঠান। বিয়ের পরদিন শুক্রবারও আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের।

গতকাল মঙ্গলবার ভারতের রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্স রিসোর্টে রাজকীয় এই বিয়ে উপলক্ষ্যে সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করা হয়। এদিন ক্যাটরিনার গোটা পরিবার গানের অনুষ্ঠানে হাজির ছিল। এছাড়া বিয়ের আসরে যোগ দিতে ইতোমধ্যেই বলিউড থেকে উড়ে এসেছেন অনেকেই। অতিথিদের সেই তালিকা ফাঁস হয়ে গেছে।

বিয়েতে শুধু দুই পরিবারের ঘনিষ্ট ও বন্ধুরা উপস্থিত থাকবেন। এই বিয়েতে ১২০ জন অতিথি উপস্থিত থাকবেন বলে জানা গেছে। অনুষ্ঠানে অতিথিদের সবাইকে কোভিড-১৯ প্রটৌকল মেনে চলতে হবে। করোনার দুই ডোজ ভ্যাকসিন নেয়নি এমন কেউ অনুষ্ঠানে যেতে পারবেন না।

বলিউড জুটির বিয়েতে নিরাপত্তা নিশ্চিত করতে বিয়ের ভেন্যুর বাইরে ১০০ সদস্যের পুলিশ থাকবে।