লাইফ স্টাইল

আজ শুধু গোলাপের দিন


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

অন্যদিনের চাইতে তাজা গোলাপের কদর আজ একটু বেশি। আর তার কারণ হলো আজ ভালোবাসার মানুষটিকে গোলাপ উপহার দেয়ার দিন। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন’স ডে। এর সাত দিন আগে থেকে শুরু হয় ‘ভ্যালেন্টাইন উইক’। আর ভ্যালেন্টাইন উইকের প্রথম দিনটি হলো ‘রোজ ডে’।

ভালোবাসা যদি খাঁটি হয়, তাহলে প্রিয় মানুষটিকে খুশি করার জন্য খুব বেশি দামী উপহার দেয়ার প্রয়োজন হয় না। একটি লাল গোলাপই যথেষ্ট। আবার মুখ ফুটে ভালোবাসি কথাটি বলতে পারেন না অনেকেই। এক্ষেত্রেও একটি লাল গোলাপ উপহার দিলেই বলা হয়ে যায় সবকিছু। কারণ, ভালোবাসার প্রতীকই যে লাল গোলাপ।

‘রোজ ডে’র পেছনে লুকিয়ে আছে দারুণ মজার সব মিথ। ইংরেজি ‘রোজ’ শব্দটির অক্ষরগুলো কিছুটা এলোমেলো করলে তা হয় ‘ইরোজ’। ইরোজ হলেন ভালোবাসার দেবতা। আবার, গ্রিক মিথোলজিতে বলা হয়ে থাকে যে লাল গোলাপ ছিলো দেবী ভেনাসের প্রিয় ফুল। ভেনাস ছিলেন ভালোবাসার দেবী।

তবে ভালোবাসে যে শুধু প্রেমিক-প্রেমিকাই গোলাপ আদান-প্রদান করতে পারবেন এমনটি নয়। প্রতিটি সম্পর্কের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য আছে আলাদা রং এর গোলাপ। কাছের বন্ধুকে ভালোবাসা প্রকাশ করা হয় হলুদ গোলাপ উপহার দিয়ে। সাদা গোলাপ শান্তি এবং শোকের প্রতীক। কাউকে ধন্যবাদ জানাতে উপহার দিতে পারেন গোলাপি গোলাপ। কাউকে সম্মান জানাতে দেয়া হয় বেগুনি গোলাপ।