বিনোদন

আদালতে জেমস


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ এনে মামলা করতে ফের আদালতে গিয়েছেন নগর বাউল’খ্যাত ব্যান্ড তারকা জেমস। আজ বেলা ১১টা ৫০ মিনিটে মামলা করতে ঢাকার নিম্ন আদালতে হাজির হয়েছেন এই রকস্টার। তথ্যটি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।

তিনি জানান, কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে মুঠোফোন প্রতিষ্ঠান বাংলালিংক কোম্পানির বিরুদ্ধে মামলা করতে আদালত পাড়ায় এসেছেন জেমস। এরই মধ্যে তিনি আদালতে দুটি মামলার আবেদন করেছেন।

তাপস কুমার পাল বলেন, ‘জেমস আদালতে এসে তার আইনজীবীর মাধ্যমে বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইটের দুটি মামলার আবেদন করেছেন। তার অসংখ্য জনপ্রিয় গান কোনো ধরনের অনুমতি না নিয়েই বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। বাংলালিংকের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের সামিল। এ কারণে তিনি মামলা করতে আদালতে আবেদন করেছেন।’ এ বিষয়ে শুনানি চলছে।

এর আগে, গেল ১৯ সেপ্টেম্বর জেমসের পক্ষে ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশের আদালতে মামলার আবেদন করেন আইনজীবী তাপস কুমার পাল। এসময় আদালতে জেমস নিজেও উপস্থিত ছিলেন। তবে আদালত মামলাটি ফিরিয়ে দিয়ে থানায় যাওয়ার নির্দেশ দেন জেমসকে। আদালতের পরামর্শে মামলা না করেই চলে যান তিনি।