আন্তর্জাতিক

আমরা পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস করে দিয়েছি, এটা খুব খারাপ: ডোনাল্ড ট্রাম্প


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

যুক্তরাষ্ট্র পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিয়েছে, যা খুব খারাপ কাজ হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের শেন হ্যানিটির কাছে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।


ট্রাম্প বলেন, আফগানিস্তানে যাওয়ার সিদ্ধান্তই ছিল ‘আমাদের দেশের ইতিহাসের নিকৃষ্টতম সিদ্ধান্ত’।

তিনি বলেন, ‘’আমরা পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিয়েছি… এটার পেছনে আমাদের হাজার হাজার কোটি ডলার খরচ হয়েছে, লাখ লাখ জীবন চলে গেছে, কিন্তু আগের তুলনায় সেখানে কোন পরিবর্তন আসেনি। এটা সবচেয়ে বেশি খারাপ, কারণ সেখানে আপনাকে সব কিছু পুনঃর্নির্মাণ করতে হবে, এটা আসলে টুকরো টুকরো করে ফেলার মতো।  

ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে থাকা মানে চোরাবালিতে আটকে যাওয়ার মতো একটা ব্যাপার।  

তবে আফগানিস্তান থেকে যেভাবে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে, তার সমালোচনা করেছেন তিনি। বলেছেন, তিনি ক্ষমতায় থাকলে বিষয়টি অন্যরকম হতে পারতো।  

তিনি বলেন, সেনা সরানোর আগে বেসামরিক লোকজন, অনুবাদক এবং অন্যান্য লোকজনকে সরিয়ে নিলে ভালো হতো।  

TRUMP: “It was a horrible decision going into the Middle East. I know the Bush family will not be happy, but I believe it was the worst decision in the history of our country when we decided to go into the Middle East.” pic.twitter.com/PW8XXoHi7h— Daily Caller (@DailyCaller) August 18, 2021