জাতীয়

ইতালি যাওয়ার পথে প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় মিলেছে


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

ইতালিতে অভিবাসনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার পথে ঠান্ডায় প্রাণ হারানো সাত বাংলাদেশির পরিচয় মিলেছে। আজ রোববার রোমের বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

এক বিজ্ঞপ্তিতে ইতালির বাংলাদেশ দূতাবাস জানায়, গত ২৫ জানুয়ারি ইতালিতে অভিবাসনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার পথে ধরা পড়া ২৮৭ জনের মধ্যে ২৭৩ জনই ছিল বাংলাদেশি। এর মধ্যে সাত বাংলাদেশি ঠান্ডাজনিত রোগে নৌকাতেই মারা যায়। 

ইতালি দূতাবাস উদ্ধার হওয়া অভিবাসীদের সঙ্গে কথা বলে ঠান্ডায় প্রাণ হারানো সাত বাংলাদেশিদের পরিচয় শনাক্ত করেছেন। তারা হলেন- মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, পিয়ারপুর গ্রামের রতন জয় তালুকদার, ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল, মাদারীপুর সদর উপজেলার বাপ্পী, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের সাজ্জাদ ও কিশোরগঞ্জে ভৈরব উপজেলার সাইফুল।

রোমের বাংলাদেশ দূতাবাস জানায়, মৃত ওই বাংলাদেশিদের সঙ্গে পরিচয় শনাক্তকারী কোনো ধরনের কাগজপত্র না থাকায় জটিলতা দেখা দিয়েছে। তবে ইতালির ল্যাম্পেডুসায় পৌঁছানো অন্য বাংলাদেশিদের সঙ্গে কথা বলে মৃত সাতজনের তথ্য পাওয়া গেছে।

দূতাবাস কর্তৃপক্ষ আরও জানান, মরদেহগুলো সরকারি খরচে দেশে ফেরত পাঠাতে হলে তাদের পরিচয় নিশ্চিত হতে হবে। পরিচয় নিশ্চিত করার স্বার্থে তাদের পরিবারের সদস্যদের সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়/উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় বা ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের কল্যাণ শাখার ইমেইলে (welfare.rome@gmail.com) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। 

এদিকে, ইতালির রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান ২৫ জানুয়ারি সংঘটিত দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।