জাতীয়

ইসরায়েলে বাংলাদেশিদের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকবে


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

বাংলাদেশ সরকারের ইস্যু করা নতুন পাসপোর্টে ইসরায়েল প্রসঙ্গ সংশোধন করা হলেও সে দেশে বাংলাদেশিদের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

রোববার (২৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলের একজন কূটনীতিকের টুইটারের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েলে বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এছাড়া ইসরায়েল ও মধ্যপ্রাচ্য নীতিতে বাংলাদেশ আগের অবস্থানেই রয়েছে।

সূত্র জানায়, বাংলাদেশের পাসপোর্টে এতদিন ধরে লেখা থাকতো ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড একসেপ্ট ইসরায়েল’। তবে নতুন ই-পাসপোর্টে সংশোধন করে লেখা হচ্ছে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’। এখানে ‘একসেপ্ট ইসরায়েল’ (ইসরায়েল ব্যতীত) লেখাটি বাদ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সরকারের ইস্যু করা নতুন পাসপোর্ট সংশোধনের প্রেক্ষিতে সন্তোষ প্রকাশ করেছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপমহাপরিচালক গিলাড কোহেন টুইটারে এই সন্তোষ প্রকাশ করেন। এ প্রেক্ষিতে বাংলাদেশ তার অবস্থান স্পষ্ট করলো।