জাতীয়

ঈদ কবে, জানা যাবে বুধবার


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার পর আগামী বুধবার (১২ মে) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এই সভা থেকেই জানা যাবে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে কবে!

মঙ্গলবার (১১ মে) এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী বৃহস্পতিবার (১৩ মে) অথবা শুক্রবার (১৪ মে) অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪৪২ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামী ১২ মে বুধবার সন্ধ্যা সাতটায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

এছাড়া বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ এবং ৯৫৫৮৩৩৭ নম্বরে টেলিফোন ও ৯৫৬৩৩৯৭ এবং ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে।