জাতীয়

উপ-নির্বাচনে ৫ ঘণ্টায় পড়লো এক ভোট

(Last Updated On: )

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে একটি বুথে ৫ ঘণ্টায় পড়ছে মাত্র একটি ভোট।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বেলা ১টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নে গোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের কিত্তে রাজনপুর মহিলা বুথে এমন দৃশ্য দেখা গেছে।

প্রিসাইডিং অফিসার জাহেদ আহমদ জানান, সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরুর পর বেলা ১টা পর্যন্ত মাত্র একটি ভোট কাস্ট হয়েছে। ওই বুথে মোট ভোটার সংখ্য ৪৫০। গোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ৪৮৫৩ টি ভোটের মধ্যে বেলা ১টা পর্যন্ত শতকরা ১৫ ভাগ ভোট কাস্ট হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কারোনা আক্রান্ত হয়ে মারা যান দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম। যে কারণে শূন্য পদে উপ-নির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন। নির্বাচনে ৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।