জাতীয়

র‍্যাবের কার্যক্রম বন্ধ করে দেওয়া উচিৎ: জাফরুল্লাহ


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সারা পৃথিবীর মানুষ জানে র‍্যাবের কার্যকলাপ। তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে, এটা কি লুকানো যাবে? তাই সরকারের উচিৎ র‍্যাবের কার্যক্রম বন্ধ করে দেওয়া।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন ও বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইস্যুতে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকার অন্ধ, তাই তারা ভুল পথে হাঁটছে। সরকারের উচিৎ ভিসিকে সরিয়ে দেওয়া।

এ সময় শিক্ষামন্ত্রী দিপু মনির পদক্ষেপে ভুল ছিলো উল্লখ্য করে তিনি বলেন, আন্দোলনের প্রথম দিনই ঘটনাস্থলে আসা উচিৎ ছিলো তার। কিন্তু তিনি করোনার অজুহাত দেখিয়ে আসেননি।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একাত্মতা পোষণ করায় অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের প্রতি ধন্যবাদ জানান।