আন্তর্জাতিক

একদিনে যুক্তরাজ্যে আক্রান্তের নতুন রেকর্ড


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

করোনাভাইরাসের নতুন রূপ জেকে বসেছে যুক্তরাজ্যে। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সেখানে আক্রান্ত হয়েছে ৫৫ হাজার ৮৯২ জন। যা দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পরার পর একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

অন্যদিকে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সেখানে মারা গেছে ৯৬৪ জন। খবর আনাদোলু এজেন্সির।

যুক্তরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৩ হাজার ৫১২ জন। আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৩৫২ জন। গেল এক সপ্তাহে সেখানে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৪.৩ শতাংশ। গেল কয়েকদিনে প্রতিদিন গড়ে ৫০ হাজারের বেশি আক্রান্ত হচ্ছে।

যুক্তরাজ্যে নতুন করোনাভাইরাসের দুটি রূপ দেখা গেছে। যেগুলো প্রকৃত করোনাভাইরাসের চেয়ে ৭০ শতাংশ বেশি সংক্রামক।

এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যবাসীকে নতুন বছর ঘরে বসেই পালন করতে বলা হয়েছে। বিধি-নিষেধ অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ।