বিনোদন

একসঙ্গে বিপাশা হায়াত-মাশরাফি


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

একটি গানচিত্রে দেখা যাবে বাংলাদেশ ক্রিকেটের সেরা তারকা মাশরাফি বিন মুর্তজাকে। সঙ্গে আছেন নন্দিত অভিনেত্রী-নির্মাতা-চিত্রকর বিপাশা হায়াত। ‘সব্বাই সবার মতনই’ শিরোনামের এই গানটি গেয়েছেন এ আই রাজু। কথা, সুর ও সংগীত করেছেন কলকাতার রূপম ইসলাম।

অটিজম বাচ্চাদের পক্ষে তৈরি সচেতনতামূলক এই প্রজেক্ট সমন্বয় করেছেন রাজু নিজেই। তিনি বলেন, ‘অটিজম মানুষের কল্যাণে অধিক জনসচেতনতা তৈরির লক্ষ্যে আমি এই মিউজিক্যাল ড্রামাটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। এতে এসডব্লিউএসি এবং বিউটিফুল মাইন্ড স্কুলের বিশেষ-চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অভিনয় করেছেন। সুর আর গানের মধ্য দিয়ে আমরা এই বার্তাটিই পৌঁছে দিতে চেয়েছি যে, যথাযথ সহযোগিতা পেলে কারও জন্যই কোনও কাজ অসাধ্য থাকে না।’

গানের শুরু ও শেষে দুটি বক্তব্য দিয়েছেন মাশরাফি ও বিপাশা হায়াত। ভিডিওটি পরিচালনা করেছেন কলকাতার সৌমিক রায় চৌধুরী।

রাজু জানান, গত বছর করোনার আগে এর কাজ শুরু হয়েছিল। সে সময়ই কলকাতা ও ঢাকাতে এর রেকর্ডিং হয়। আর ভিডিওর শুটিং হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে।

কাজটিতে সহযোগিতা দিয়েছে প্রেরণা ফাউন্ডেশন, ওয়ান কালচার ফাউন্ডেশন, সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) ও অটো ক্রপ কেয়ার।

জানা যায়, আগামী ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবসে গানের ভিডিওটি চ্যানেল আইতে দেখা যাবে।