আন্তর্জাতিক

এগিয়ে মমতা, বাড়ির সামনে সমর্থকদের উল্লাস


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

পশ্চিমবঙ্গে চলছে রাজ্যের তিন কেন্দ্রে উপনির্বাচনের ভোট গণনা। হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি জঙ্গিপুর ও সমশেরগঞ্জেও এগিয়ে তৃণমূল প্রার্থীরা।

ভবানীপুরে ২১ রাউন্ডের গণনা হবে। এর মধ্যে সপ্তম রাউন্ড গণনা হয়েছে। সেখানে মমতা এগিয়ে রয়েছেন প্রায় ২৩ হাজার ভোটের বেশি। অপরদিকে সমশেরগঞ্জে ষষ্ঠ রাউন্ড শেষে ৫ হাজার ১৯০ ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমিরুল ইসলাম এগিয়ে রয়েছেন। এছাড়া জঙ্গিপুরে চতুর্থ রাউন্ড শেষে ৪ হাজার ৯৩৯ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাকির হোসেন।

চূড়ান্ত ফলাফল পেতে বিকেল হবে। এর আগেই কালীঘাটে মমতা বাসভবনের সামনে সবুজ আবীর খেলায় মেতেছেন তৃণমূল কর্মী ও সমর্থকরা। সেখানে তারা বিজয়ের উল্লাস শুরু করেছেন।  

নেতাকর্মীরা বলছেন, মমতার হাতেই থাকছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চাবিকাঠি। তবে তৃণমূলের চ্যালেঞ্জ এই উপনির্বাচনে মমতার জয়ের ব্যবধান বৃদ্ধি। তাদের আশা, ভবানীপুর থেকে ৫০ হাজারের বেশি ভোটে তৃণমূল প্রার্থী জয় পাবেন।