প্রধান পাতা

ওমরাহ পালনে মোছলেম উদ্দিন আহমদ এমপির সৌদিআরব যাত্রা

(Last Updated On: )

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা মোছলেম উদ্দিন আহমদ এমপি ও তার স্ত্রী শিরিন আহমদ সহ ৫ জন পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদিআরব গেছেন। তিনি ১৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম আন্তর্জাতিক বিমান বন্দর হতে বাংলাদেশ বিমান যোগে পবিত্র ওমরাহ পালনের জন্য পবিত্র মক্কার উদ্দেশ্যে জেদ্দা যাত্রা করেন। চট্টগ্রাম আন্তর্জাতিক বিমান বন্দরে তাঁকে দলীয় নেতা-কর্মী ও আত্মীয়স্বজনরা বিদায় জানান। তিনি ১৯ ডিসেম্বর জেদ্দা থেকে পবিত্র মদিনার উদ্দেশ্যে যাত্রা করবে।
পবিত্র ওমরাহ পালনরত অবস্থায় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, দলীয় নেতা-কর্মী ও দেশবাসীর জন্য দোয়া করবেন।
তিনি দলীয় নেতা-কর্মী, আত্মীয় স্বজনসহ সকলের কাছে দোয়া কামনা করেছেন। যাতে পবিত্র ওমরাহ পালন শেষে সুস্থ্যভাবে দেশে ফিরতে পারেন। তিনি আগামী ২২ ডিসেম্বর সকালে দেশে আসার কথা রয়েছে।