চট্টগ্রাম

কক্সবাজার সৈকতে পর্যটক আহতের ঘটনায় মামলা


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে জেটস্কির ধাক্কায় আহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

আহত পর্যটক ফাহিম ওয়াজেদের ভগ্নিপতি ওয়াসিম আহমেদ বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে মামলাটি দায়ের করেন। এই ঘটনায় সমুদ্রসৈকতে বন্ধ রয়েছে জেটস্কি চলাচল।

পর্যটক ফাহিমের বাড়ি সিলেট কোতোয়ালী থানার বন্দরবাজার ১৪ নম্বর ওয়ার্ডে বলে জানা গেছে।

এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম বলেন, ‘পর্যটক আহত হওয়ার পর থেকে সমুদ্র সৈকতে কোনো জেটস্কি নামতে দেওয়া হয়নি। যতক্ষণ পর্যন্ত ওই চালককে শনাক্ত করা না যাচ্ছে ততক্ষণ এই নির্দেশনা থাকবে।’

জানা গেছে, মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে ফাহিম ও তার স্বজনরা সবাই সৈকতে গোসল করতে নামেন। সে সময় একটি জেটস্কি ফাহিমকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পাওয়ায় তাকে সদর হাসপাতালে নেয়া হয়। ডাক্তার তাকে ঢাকায় নিতে বলেন। এই ঘটনায় ফাহিম নামের ওই যুবকের ভগ্নিপতি ৩০টি জেটস্কির চালককে আসামি করে মঙ্গলবার রাতে মামলা করেছেন।

কক্সবাজার জোনের অতিরিক্ত ট্যুরিস্ট পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ জানান, মামলার তদন্তের কাজ দ্রুতগতিতে চলছে। শিগগিরই ওই চালককে শনাক্ত করে গ্রেপ্তার করা হবে জানান ।