জাতীয়

কঙ্কালের সঙ্গে থাকা মালা-চুড়ি দেখে মায়ের পরিচয় শনাক্ত


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

নিখোঁজের ৬ মাস পর রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি ডোবা থেকে এক বৃদ্ধার কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ভাড়ড়া গ্রামের একটি ডোবার কচুরিপানার নিচ থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

কঙ্কালের সঙ্গে পাওয়া মালা ও হাতের চুড়ি দেখে তার পরিচয় শনাক্ত করেন নিখোঁজ বৃদ্ধার ছেলে লুৎফর হোসেন।

নিখোঁজ ওই বৃদ্ধার নাম শেরজান বিবি (৯৩)। তিনি বানেশ্বর ইউনিয়নের ভাড়ড়া গ্রামের মৃত নূর আলী মণ্ডলের স্ত্রী।

নিখোঁজ বৃদ্ধার বড় ছেলে লুৎফর হোসেন বলেন, ‘প্রায় ছয় মাস আগে আমার মা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। সকালে হাড়-গোড় উদ্ধারের খবর শুনে সেখানে গিয়ে গলার মালা ও হাতের চুড়ি দেখে মাকে শনাক্ত করি।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে ভাড়ড়া গ্রামের একটি ডোবায় মাছ ধরছিল স্থানীয় কয়েকজন। এ সময় ডোবার পানি শুকিয়ে পানার সড়ালে হাড়-গোড় বেরিয়ে আসে। হাড়গুলো উদ্ধার করে পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।’

ওসি আরও বলেন, ‘ওই বৃদ্ধা নিখোঁজ হওয়ার পর থানায় অবগত করেননি তার পরিবারের কোনো সদস্য। তবে এখন কোনো অভিযোগ দিলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’