জাতীয়

করোনায় মৃত পুলিশ সদস্যরা পাচ্ছেন পদক

(Last Updated On: )

করোনাযুদ্ধে যেসব পুলিশ সদস্য মারা গেছেন তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে এবার পুলিশ সপ্তাহে প্রত্যেকের মরণোত্তর পুলিশ পদক দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দপ্তর। এছাড়া যেসব পুলিশ সদস্য করোনায় দায়িত্ব পালন করেছেন তাদের কাজের স্বীকৃতি হিসেবে প্রত্যেককে বিশেষ লোগো (ইনসিগনিয়া) দিচ্ছে সরকার।

আগামী ১৬ জানুয়ারি শুরু হচ্ছে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান। ওই অনুষ্ঠানেই করোনাযুদ্ধে নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে মরণোত্তর পুলিশ পদক তুলে দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পুলিশ সপ্তাহের অনুষ্ঠান উদ্বোধন করবেন। করোনা মহামারীর কারণে এ বছর পুলিশ সপ্তাহের অনুষ্ঠান হয়নি। যে কারণে আগামী ১৬ জানুয়ারি ২০২০ সাল এবং ২০২১ সালের পদক একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ কল্যাণ সভাও হবে ভার্চুয়ালি। গত কয়েক বছর ধরে এই কল্যাণ সভায় সশরীরে উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আরও বেশকিছু পরিবর্তন আনা হচ্ছে ১৬ জানুয়ারি শুরু হওয়া পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে।

জানা গেছে, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ২৬ মার্চ থেকে লকডাউনে যায় পুরো দেশ। এরপর ধাপে ধাপে লকডাউন বলবত করা হয় দেশে। এ সময় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাধারণ ছুটি ও লকডাউন ঘোষণা জনসমাগম পরিহার, স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সময়ে সময়ে সরকার কর্তৃক বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া উক্ত নির্দেশনাসমূহ বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের সদস্যগণ সম্মুখযোদ্ধা হিসেবে জনসমাগম রোধ, স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করা, সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাসহ লকডাউন/কোয়ারেন্টিন নিশ্চিতকরণ, বিভিন্ন হাসপাতালে রোগী আনা নেওয়া, করোনা সংক্রমণে মৃত ব্যক্তির লাশ দাফন, কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের জরুরি সেবা প্রদান এবং বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এছাড়া বাংলাদেশ পুলিশের সদস্যগণ বিভিন্ন পর্যটন কেন্দ্র, বিপণিবিতান, হাসপাতাল, সড়ক, মহাসড়ক, বাস স্টেশন, রেল স্টেশন, লঞ্চঘাট, চেক পোস্ট ও এয়ারপোর্টসহ করোনা সংক্রমণের ঝুঁকিপ্রবণ স্থানে দায়িত্ব পালন করে। এভাবে দায়িত্ব পালন করতে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১০৭ জন সদস্য মৃত্যুবরণ করেছেন। তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতেই পুলিশ পদক দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দপ্তর।

অন্যদিকে করোনার ভয় উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছেন তাদের কাজের স্বীকৃতির প্রতীক হিসেবে বাংলাদেশ পুলিশ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের লোগো (ইনসিগনিয়া) ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। ইনসিগনিয়ায় ব্যবহার হওয়া বাটযুক্ত ছুরি দ্বারা করোনা ভাইরাসকে বিদ্ধ করা হয়েছে। যা ‘অদম্য ও কার্যকরী মোকাবিলার’ প্রতীক অর্থে ব্যবহৃত হয়েছে। মুষ্টিবদ্ধ হাত করোনা ভাইরাসের প্রার্দুভাব মোকাবিলায় সম্মুখযোদ্ধাদের দৃঢ় প্রত্যয়ের প্রতীক।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান জানান, এ ধরনের স্বীকৃতি করোনা ভাইরাসের বিরুদ্ধে সম্মুখসারির যোদ্ধা হিসেবে বাংলাদেশ পুলিশকে উজ্জীবিত করবে এবং কর্মস্পৃহা অধিকতর বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা পালন করবে।