আন্তর্জাতিক

করোনার ওষুধ তৈরির মালিক হওয়ার পরও টিকা নেননি জোকোভিচ


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

করোনার টিকা নেননি বলে অস্ট্রেলিয়ার ওপেনে খেলার অনুমতি পাননি নোভাক জোকোভিচ। ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হয়েছে তাকে। অথচ সেই জোকোভিচ করোনার ওষুধ তৈরির সঙ্গে যুক্ত। করোনার ওষুধ তৈরির চেষ্টা চলছে এমন একটি সংস্থায় জোকোভিচের ৮০ শতাংশ মালিকানা রয়েছে বলেই দাবি করেছেন সেই সংস্থার সিইও।

ডেনমার্কের ‘কোয়ান্টবায়োরেস’ নামের একটি সংস্থার সিইও ইভান লনকারেভিচ সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ২০২০ সালের জুন মাসে সেই সংস্থায় বিনিয়োগ করেছিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। অবশ্য তিনি কত টাকা বিনিয়োগ করেছিলেন সে কথা জানাননি ইভান।

ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও স্লোভেনিয়াতে সংস্থার ১১ জন বিজ্ঞানী করোনার ওষুধ আবিষ্কারের চেষ্টা চালাচ্ছেন। ইভান জানিয়েছেন, তারা টিকা নয়, বরং কারও করোনা হলে তাকে কী ভাবে সুস্থ করা যাবে সেই ওষুধ তৈরির চেষ্টা করছেন। ইতিমধ্যেই বেশ কয়েকটি ট্রায়ালও তারা করেছেন বলে জানিয়েছেন ইভান।

এই বিষয়ে অবশ্য এখনও পর্যন্ত জোকোভিচ বা তার মুখপাত্রের তরফে কোনও মন্তব্য করা হয়নি। অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে এসেছেন জোকোভিচ। তিনি জানিয়েছেন, আপাতত কয়েক দিন বিশ্রাম করতে চান। সূত্র : আনন্দবাজার