জাতীয়

করোনায় আরও ৯৭ জনের মৃত্যু

(Last Updated On: )

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত গত ২৪ ঘণ্টায় দেশে ৯৭ জনের মৃত্যু হয়েছে।  একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩০৬ জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৫ হাজার ৭৮৬ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৮২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ১১ হাজার ১৫০ জন। আর মোট শনাক্ত হয়েছেন সাত লাখ ৪৮ হাজার ৬২৮ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ২৪১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ছয় লাখ ৬১ হাজার ৬৯৩ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৫৩ লাখ ৭১ হাজার ২৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হন। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।